তবুও ভালো থেক


কানিস রহমান

আমি যখন হারিয়ে যাব
অস্তপারের সন্ধা তারায়
নাইবা আমায় খোজ।
নিজের মত নিজের আকাশ
তৈরী করে নিও।
আমার আমি হারিয়ে যাব
এ নিয়তি ছিল।
আবার যদি আসি কবু
নীল আকাশের পানে চেয়ে চেয়ে
তোমার কথা ভাবব।
আপন করতে করতে আমি কখন
পর হয়েছি সবার আমিই জানিনি।
তবুও আমি বিলিয়ে দিয়ে চলে যাব
নিজের আশা ভালোবাসা।
তোমার বুকে বাঝলে ব্যথা কখনো
আপন মনে খুজে দেখ আমি আছি
তোমার বুকের কাছাকাছি
হাজার বাকের মাঝে।
আমায় খুজ তোমার নীল আকাশ
আর বিস্তির্ন সবুজ মাঠের মাঝে।
আজকে এ সন্ধা সাঁঝে আমি
আমি না হয় হারিয়ে যাব
তোমার সীমার পরে
তবুও তুমি ভালো থেক
তোমার সকল নিয়ে।