অধিকার


কলমেঃ-মাজহারুল ইসলাম।
—————————
আমি রাষ্ট্রের একজন নাগরিক,
আমার অধিকারের নিশ্চয়তা চাই-
থানা,হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান,
সব জায়গায় ভালো সেবা যেন পাই।
সংবিধানে নিশ্চিত অধিকারের –
চাই যথাযথ প্রয়োগ,
এটা আমার মৌলিক অধিকার,
প্রাপ্য সেবায় না থাকুক দূর্ভোগ।
জীবন ধারণে মৌলিক উপকরণ চাই-
অন্ন চাই, বস্র চাই, চাই বাসস্হান,
চাই সুশিক্ষা, চাই চিকিৎসা,
চাই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান।
চাওয়া গুলো অধিকার-
কোন চাওয়া অসামঞ্জস্যপূর্ণ নয়,
অধিকার আদায়ে চাওয়ায় তাই –
না থাকুক কোন ভয়।
আইনের দৃষ্টিতে সকল নাগরিক –
সমঅধিকার লাভের অধিকারী,
সেবায় না থাকুক শ্রেণী বিন্যাস-
না থাকুক উঁচু নিচুর বাহাদুরি!
নাগরিক অধিকার চাই –
চাই ব্যক্তি জীবন, চাই স্বাধীনতা,
চাই প্রাপ্য সামাজিক মর্যাদা
বুঝতে হবে নাগরিকের ব্যাথা।
না থাকুক বৈষম্য-
ধর্ম, বর্ণ, কিম্বা লিঙ্গে,
বাসস্থান, পেশাগত কারণে –
বিভেদ না থাকুক কারও সঙ্গে।
কর্মে নিয়োগে প্রজাতন্ত্রে-
সবার থাকুক সমান সুযোগ,
না হউক দুর্নাম অনিয়মে-
এটা ডিজিটাল যুগ।
গ্রেপ্তার ও আটকে,বিচার ও দণ্ডে,
না থাকুক জবরদস্তি-
চাই চলাফেরার স্বাধীনতা,
আছে, থাকুক নিজ পেশা-ধর্মে স্বস্তি।
প্রাপ্যটাই চাই, এটা অধিকার,
চলাচলের স্বাধীনতা যেন নিরাপদ রয়,
আইনের যথাযথ ব্যবহার হউক,
আইনে থাকুক শ্রদ্ধা, না থাকুক ভীতি -ভয়।